চট্টগ্রাম,৩০ নভেম্বর, ২০২৩:
দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩৫ জন প্রার্থী। এর মধ্যে চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন। তার মধ্যে আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ সিআইপি, স্বতন্ত্র জাফর আলম, জাফর আলমের পুত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও আব্দুল আউয়াল মামুন, জাতীয় পার্টি জেপির এ এইচ সালাউদ্দিন মাহমুদ, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কাস পাটির আবু মোহাম্মদ বশিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী স্বপন ও শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। এরা হলেন আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক, বিএনএমের শরীফ বাদশাহ, বিএসপির খাইরুল আমীন, এন পি পির মাহাবুবুল আলম, জাকের পার্টির মো. ইলিয়াছ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুছ মনোনয়ন জমা দিয়েছেন।
সদর-রামু-ঈদগাঁও আসনে ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল, কল্যাণ পার্টির আব্দুল আউয়াল মামুন, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, ন্যাশনাল আওয়ামী পাটির শামীম আহসান, বিএনএফের মোহাম্মদ ইব্রাহিম, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল মজিদ মনোনয়ন জমা দিয়েছেন।
উখিয়া-টেকনাফ আসন থেকে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের শাহীন আকতার, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার, স্বতন্ত্র সোহেল আহমেদ, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্য জোটের ওসমান গনি চৌধুরী, মোহাম্মদ ইসহাক, এনপিপির ফরিদ আলম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল ও নুরুল বশর।
এদিকে দেরিতে আসায় মনোনয়ন জমা দিতে পারেননি ৪ প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় ছিলো।
কিন্তু ওই নির্ধারিত সময়ের পর উপস্থিত হওয়ায় কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল করিম। কক্সবাজার -৩ (সদর- রামু- ঈদগাঁও) বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল আলম, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সানাউল¬াহ, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহীন ইমরান বলেন, নির্ধারিত সময়ের বাইরে কারো মনোনয়ন নেয়া হয়নি। কেন দিতে পারেনি সেটা আমাদের দেখার বিষয় নয়।
Discussion about this post