চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৩:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আগামী কাল বুধবার, ২৭ জানুয়ারি দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এবারের ইশতেহারে ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের প্রত্যয় ঘোষণা করবে আওয়ামী লীগ।
ইশতেহার কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, এবারের ইশতেহারের মূল থিম ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ। কৃষি, সেবা, অর্থনৈতিক ও শিল্প উৎপাদন খাত গুরুত্ব পেয়েছে।
২০২৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
সকাল সাড়ে ১০টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ এবারের নির্বাচনে
৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ২৭টি দল সাধারণ নির্বাচনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি।
জাতীয় পার্টি ইতোমধ্যে ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
সম্বলিত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। ২০১৮ সালে একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইশতেহারে স্লোগান ছিলো, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।
Discussion about this post