চট্টগ্রাম, ১০ জানুয়ারি, ২০২৪:
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ গঠনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি সহ সব দলের নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য আজ ১০ জানুয়ারি সকাল ১০টায় শপথ নিয়েছেন।রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। সবার আগে শপথ গ্রহণ করেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী। পরে তিনি প্রধানমন্ত্রী সহ বাকি সংসদ সদস্যদের শপথ পড়ান।
দ্বাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসনে আওয়ামী লীগ জয়লাভ করায় তারাই সরকার গঠন করবে। ২২২টি আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। জোটের সাথে আরও দুইজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৬২ আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। মোট নির্বাচিত সংসদ সদস্য ২৯৮ জন। গতকাল মঙ্গলবার নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছিল।
একটি আসনে নির্বাচনে গোলযোগ হওয়ায় ভোট স্থগিত করা হয়। অপর আসনে নির্বাচন অনুষ্ঠানের আগে এক প্রার্থী মারা গিয়েছিলেন।
আগামীকাল ১১ জানুয়ারি নতুন সরকার গঠন করা হবে। ছবি: সংগ্রহ
Discussion about this post