চট্টগ্রাম, ১৭ জানুয়ারি, ২০২৪:
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান জানান, নিম্ন আয়ের মানুষের জন্য রমজান শুরুর এক সপ্তাহ আগে থেকে মাছ, মাংস ও ডিম সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রমজানের কয়েকদিন আগে এই কর্মসূচি শুরু হবে এবং বস্তি এলাকা ও নিম্ন আয়ের মানুষের এলাকায় সাশ্রয়ী মূল্যে বিক্রি চলবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘রমজানের আগে, স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে সরকার ভর্তুকি দেবে।
দাম নিয়ে সরকার চিন্তিত জানিয়ে মন্ত্রী বলেন, ‘সব পণ্যের উৎপাদন ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দাম বেশি হওয়ার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেন এগুলো মানুষের ক্রয়ক্ষমতার বাইরে তা খতিয়ে দেখা হবে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব,’ যোগ করেন মন্ত্রী।
বাংলাদেশ মৎস্য ও গবাদিপশুতে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতি বছর ঈদুল আজহায় এক কোটি কোরবানির পশু আমদানির ওপর কোনো নির্ভরশীলতা নেই। দুগ্ধ খাতে এখন আরও প্রচেষ্টা প্রয়োজন।’
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মা ইলিশ ও জাটকা ধরার প্রবণতা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
‘আমরা তাতে লাভবান হয়েছি। এভাবে চলতে হবে। জেলেদের প্রণোদনা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। তাই তাদের প্রণোদনা বাড়িয়ে মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ আরেকটু বাড়ানো যেতে পারে,’ যোগ করেন তিনি।
Discussion about this post