চট্টগ্রাম,২৬জুন, ২০২৪:
সপ্তাহের চতুর্থ কর্মদিনে আজ ২৫১ কোম্পানির শেয়ারের দামে উত্থান হয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির। এটির ১০ শতাংশ দাম বেড়ে ২১১.২০ টাকায় উঠেছে। গতকাল এটির দাম ছিল ১৯২ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা টেলিকমিউনিকেশন কোম্পানি খাতের রবির দাম বেড়েছে ৯.৮৬ শতাংশ। তৃতীয় অবস্থানে কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানির দাম বেড়েছে ৯. ০৩ শতাংশ। চতুর্থ অবস্থানে আছে আর্থিক প্রতিষ্ঠানের ইউনিয়ন ক্যাপিটেল লি.। পঞ্চম অবস্থানে প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইল। ফার্মাসিউটিক্যাল খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালসের দাম ৮.১১ শতাংশ। এটি সপ্তম অবস্থানে। স্টক নাও সূত্রে এসব তথ্য জানা গেছে।
এছাড়া ব্যাংক খাতে দাম ডেড়েছে ১৪.৮৯ শতাংশ। সিমেন্ট খাতে ৭৮.৭৬ শতাংশ,সিরামিকস খাতে ৫০.১৬ শতাংশ, প্রকৌশল খাতের ১০৪.৩৩ শতাংশ, ফিনান্সিয়াল খাতে ১৩.৫০ শতাংশ, খাদ্যে ২৫৮.০১ শতাংশ, জ্বালানি খাতে ১৭৩.২৭ শতাংশ, ইন্সুরেন্স খাতে ৩৮.০১ শতাংশ. আইটি খাতে ০.৯৭ শতাংশ, পাট খাতে ২২৩.৪০ শতাংশ, বিবিধ খাতের কোম্পানিগুলো ২০১.৬৩ শতাংশ মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫২ শতঙশ, পেপার এন্ড প্রিন্টিং খাতে ১১৭.৪৮ শতাংশ, ফামাসিউটিক্যাকেল খাতে৪১৩.৪৫ শতাংশ, সেবা ও রিয়েল এস্টেটে ৪৬.৮০, ট্যানারিতে ২৩৪.১৫ , টেলিকমিউক্যাশনে ১২৪.১৭ শতাংশটেক্সটাইলে ২৯.২৮ শতাংশ, ভ্রমণ খাতে ৩৩.৪৮ শতাংশ ও লাইফ ইন্সুরেন্সে ৬৯.১৪ শতাংশ দাম বেড়েছে।