চট্টগ্রাম,২৮ আগস্ট, ২০২৪:
আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক সমকালের সঙ্গে এক সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন। আজ সমকালের অনলাইন সংস্করণে “রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব” শিরোনামে প্রকাশিত সাক্ষাতকারে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, কোনো বাধা যদি না থাকে, তাহলে অবশ্যই করবে। তিনি বলেন, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে হলে সব দলের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
সমকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন- আপনারা এরপর যে নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ অনুমোদন করবেন কি -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। আমরা বরাবরই বহুদলীয় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। আমাদের দলই, আমাদের নেতা মেজর জেনারেল জিয়াউর রহমানই ১৯৭৫ সালের পরে, তাদের একদলীয় বাকশালের পরে এটি প্রতিষ্ঠিত করেছেন, তাই না? তখনও আওয়ামী লীগ ইলেকশন করেছিল। এবারও আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, কোনো বাধা যদি না থাকে, তাহলে অবশ্যই করবে। কেন করবে না? দল তো সমস্যা না। সমস্যা তো মানুষ, যারা ওই দলটিকে চালায়। ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে হলে সব দলের সমান অধিকার নিশ্চিত করতে হবে।’
সমকালের আর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম জামায়াতের সঙ্গে বিএনপির ট্যাগ না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের সব সময় জামায়াতের সঙ্গে ট্যাগ করবেন না যে জামায়াত-বিএনপি। না, এটা একদম ঠিক না। জামায়াত আলাদা দল, বিএনপি আলাদা দল। দুই দলের দৃষ্টিভঙ্গি এক না।’
Discussion about this post