চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৪:
স্পোর্টসজোন24ভিডিওস – ফেসবুক পেইজে ক্রিকেটার সৌম্য সরকার সম্পর্কে লিখেছে- তিন ম্যাচেই দারুণ শুরু তবে ইনিংস বড় করতে পারেননি একদিনও….
সৌম্যের এই ব্যাটিংকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন…..?
এই পোস্টে মন্তব্যকারীরা বেশিরভাগই সৌম্যের পক্ষে। কমেন্ট করেছেন ৯৪ জন।
এম ডি এফ আর জুয়েল লিখেছেন, তার হাতে যথেষ্ট জোর আছে।
নূরজাহান নূরী লিখেছেন, তার ব্যাটিং ঠিক ই আছে! এভাবে চলতে থাকলে আশা করি আগামীতে আরও ভালো করবে! বাদ দেওয়া উচিত হৃদয় কে! সে ওডিআই তে কখনোই ভালো করতে পারছেনা
আবদুল্লাহ আল মামুন লিখেছেন, সৌম্য সে সু্যোগ পেতে পারে তবে তানজিদ তামিমকে আর সুযোগ দেওয়ার পক্ষে নাহ,
টানা ৩ ম্যাচেই ব্যর্থ হৃদয়… কে বাদ দিতে হবে।
এস আলম মানিক লিখেছেন, সুযোগ দেওয়া হোক। আশা করি বড় স্কোরে ফিরবে।
আফগানিস্তানের বিরুদ্ধে পর পর তিন ম্যাচে তার স্কোর ৩৩, ৩৫ ও ২৪। সেটা নিয়েও লেখা হয়েছে। যেমন-‘ভালো একটা সুযোগ পেয়েছিলো,
একটা ফিফটি করা উচিত ছিলো’ লিখেছেন ডি জে সজন।
নাজিম লিখেছেন, তার শটগুলো বিশেষ করে কাভার ড্রাইভ চোখে লেগে থাকার মতো। কেউ লিখেছন তার শুরুটা ভালো হয়েছে। তাকে আর একটু সময় দেওয়া দরকার। আগের চেয়ে ধৈর্য্য বেড়েছে।
জাহেদুল ইসলাম খান লিখেছেন, ক্রিজে দীর্ঘসময় কিভাবে থাকা যায়, সেটার জন্য ভালো কোচ বা কারো পরামর্শ নেয়া উচিত।
এমডি রিয়াজ লিখেছেন, ওপেনিং শুরুটা ভালো করে।
বিশেষ করে তানজিদ তামিম আর লিটনের থেকে ভালো
তবে তাকে ‘মন্দের ভালো’ বলেও মন্তব্য করেছে।
এনামুল হক লিখেছেন, খারাপ না বাংলাদেশ হিসেবে চলে।
আবদুল্লাহ আল আলিফ লিখেছেন, ৩ ম্যাচ মিলে মোট ১০০ রান করতে পারে নাই, নাই১ টা ৫০ রানের ইনিংস তাও নাকি দারুণ শুরু। আপনারা মিডিয়ারা পারেন ও বটে, ওইদিকে ইন্ডিয়া, অস্ট্রেলিয়াতে আরো দ্বিগুণ ভালো এভারেজের প্লেয়ারকে তারা বসাই রাখে।
আর একজন লিখেছেন, আগের দুইটা ইনিংস একটা ৫০ রানের করা দরকার ছিলো।সৌম্য শুরুতে আগে এমন রান করে আউট হয়ে যেতো, পুরনো রোগ এখনো যায়নি। তবে স্কোয়াডে থাকার জন্য মিনিমাম রান করেছেন বলে লিখেছেন এক মন্তব্যকারী।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ হওয়ার পর সৌম্য সরকার ব্যক্তিগত ২৪ রানে আউট হন। আফগানী আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্টাম্পে টেনে বোল্ড হন এই অভিজ্ঞ ওপেনার। ৩ চারে ২৩ বলে ২৪ রান করেন তিনি। তার সাথে ওপেনিং জুটি ছিলেন তানজিদ হাসান।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। ৮ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ। ৯৮ বলে ৯৮ রান করেছেন জ্যেষ্ঠ ক্রিকেটার মাহমুদউল্লাহ।
Discussion about this post