চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৪:
“বিশ্ব ওয়ান হেলথ দিবস-২০২৪” উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল ইউনিভার্টি-সিভাসু’র শিক্ষার্থীগণ গত ৪ নভেম্বর ২০২৪ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “বিশ্ব ওয়ান হেলথ দিবস ২০২৪” উদযাপন করেছেন।
“ওয়ান হেলথ” একটি ধারণা যা মানুষ, পশু এবং পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করার আহ্বান জানায়। এর মূল উদ্দেশ্য হল- মানবস্বাস্থ্য, পশুস্বাস্থ্য এবং পরিবেশের মধ্যে থাকা আন্তঃসম্পর্ককে গুরুত্ব দিয়ে এই তিনটি ক্ষেত্রের মধ্যে সমন্বিত প্রচেষ্টা গড়ে তোলা। এই তিনটি উপাদানের মধ্যে যেকোন পরিবর্তন বা সমস্যা একে অপরকে প্রভাবিত করতে পারে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল One Health in Community যা স্বাস্থ্য, প্রাণী ও পরিবেশের সংহতিতে এক অনন্য উদ্যোগ।
এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে অতিথিবৃন্দ ওয়ান হেলথ আন্দোলনের তাৎপর্য ও সামগ্রিক প্রভাব নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সমগ্র বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তন্মধ্যে ওয়ান হেলথের উপর উপস্থিত বক্তৃতা-২০২৩ এ তৃতীয় স্থান অধিকার করেন সিভাসু’র শিক্ষার্থী ডা. ইশরাত জাহান ইশা। ওয়ান হেলথ বিষয়ে ভিডিও প্রতিযোগিতা-২০২৪ এ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনেকগুলো টিমের ভিডিও এর মাঝে ১০টি টিমকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে ২য় টিম (দ্যা ফোর ফোল্ডস), ৬ষ্ঠ টিম (দ্যা চেইঞ্জ মেকার) ও ৭ম টিম (ইকো ইউনিটি) স্থান অধিকারী টিমগুলোতে সিভাসু’র শিক্ষার্থী ডা. রাকিবুল আলম প্রাচুর্য, অর্পিতা নন্দী, মুহাম্মদ শাকিল খান, মো. আরাফাত, জহির উদ্দিন ফয়সাল, ডা. বোরহান উদ্দিন রাব্বি, ডা. নাদিয়া আফরিন, নুহা বিনতে কাউছার এবং মহিবুর রহমান অংশগ্রহণ করেন এবং নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করেন।
তাদের কৃতিত্বের জন্য বিজয়ী সকল শিক্ষার্থীকে সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আহসানুল হক এবং ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ছবি: বিশ্ব ওয়ান হেলথ দিবস-২০২৪-এ পুরস্কারপ্রাপ্ত সিভাসু’র শিক্ষার্থীগণ। বিজ্ঞপ্তি
Discussion about this post