চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ি ও পরিবেশ কর্মীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
১৫অক্টোবর গভীর রাত ৩ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিকটে জনার কেঁওচিয়া আধার মানিক দরগাহ সংলগ্ন ব্যবসায়ি ও পরিবেশ কর্মী হোছাইন মোহাম্মদ এহেসানের বসত ঘরে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীর ২১ বছর বয়সী ভাগ্নে এমরান বিন মুসা ডাকাতদের মারধরে আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো.ফরিদ উদ্দিন বলেন, এহেসানের ঘরে যখন ডাকাত দল গ্রিল কাটছিল তখন তাঁর (এহেসান) ভাগ্নে এমরান আমাকে মোবাইলে ফোন করে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক মোবাইল ফোনে পাড়ার লোকদের ডাকাতির কথা জানাই। ১০-১৫ মিনিটের মধ্যে পাড়ার লোকজন ঘুম থেকে উঠে ডাকাত ডাকাত চিৎকার করলে তারা (ডাকাত) ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল ফাঁকা গুলি গুলি ছুড়তে ছুড়তে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী ও পরিবেশ কর্মী হোছাইন মোহাম্মদ এহেসান বলেন, ব্যবসার কাজে আমি চট্টগ্রাম শহরে বসবাস করি। বুধবার গভীর রাত তিনটার দিকে ৭-৮ জনের মুখোশ পরিহিত ডাকাতদল বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে প্রধান ফটকের তালা কেটে মূল ঘরে থাকা আমার মা, বোন ও ভাগ্নে-ভাগ্নিদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি কেড়ে নেয়। এসময় আলমারিতে রক্ষিত ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ১৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, কয়েকটি চেক বই ও মূল্যবান কাগজপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। পরে ডাকাতির খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসলে সব ডাকাত ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার দিয়ে উত্তর দিকে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতরা হাফ জিন্স প্যান্ট, মুখোশ ও টি শার্ট পরিহিত অবস্থায় ছিল। আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি। অপরাধীদের ধরতে ইতোমধ্যে পুলিশও কাজ শুরু করেছে।