চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ :
ন্যাটোতে যোগ দেয়ার প্রশ্নে রাশিয়ার সাথে কোনো আপস করবে না ইউক্রেন। যেখানে রাশিয়ার প্রধান দাবি হলো ইউক্রেনকে ন্যাটো জোটে সদস্য হিসাবে অন্তভুর্ক্ত না করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্যপদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের জন্য এটা হবে স্বাধীনতা না খোয়ানোর নিশ্চয়তা। প্রেসিডেন্ট হিসাবে ন্যাটোতে যোগ দেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে এসব কথা বলেন। এর আগে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়াতে ন্যাটোয় যোগ দেয়া বিরত থাকার কথা বলেছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রাইস্তাইকো। গত ১৫ ফেব্রুয়ারি এএফপির বরাতে এই সংবাদ আসার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলছিলেন, তার এই কথা সঠিক নয়। ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়টি তাদের সংবিধানে রয়েছে। সংবিধানের বিরুদ্ধে যাবে এমন কোনো সিদ্ধান্ত ইউক্রেন নেবে না।
ভাদিম প্রাইস্তাইকোর কথা শুনে তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার উদ্বেগের ক্ষেত্রে একটি অর্থপূর্ণ পদক্ষেপ হবে যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
তবে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটোতে যুক্ত হওয়ার পথে রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার বিষয়টি লম্বা পথ। ছবি : ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি।