চট্টগ্রাম, ৪ মার্চ
, ২০২২ :
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের নবম দিনে তুমুল লড়াইয়ের মধ্যে গোলার আঘাতে ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক বিদ্যুতকেন্দ্রে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে আগুন ধরে যাওয়ার পর নিয়ন্ত্রণে এনেছে ইমির্জেন্সি সার্ভিস টিম। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। কারণ আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যা পক পারমানবিক বিপর্যয়ের সম্ভাবনা ছিল। আগুন নিয়ন্ত্রণে আসায় পারমানবিক বিপর্যয় থেকে নিজেদের এড়াতে পেরে সেখানে অবস্থানকারীরা কিছুটা নিরাপদ বোধ করছেন।
১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর পুরো ইউরোপে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার ভোরের দিকে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে দখলের জন্য রাশিয়া আক্রমণ করার পর সেখানে একটি অংশে আগুন ধরে যায়।
জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে আগুন ধরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এতে পুরো ইউরোপের বিপর্যয় নেমে আসতে পারে। সূত্র: সংবাদমাধ্যম