চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০২২:
আজ ১৭ মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ।
এই উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনার প্রদান করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া এদিন সারাদেশে আওয়ামী লীগ, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনীতিক দল, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন।
এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা আজ সকালে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের অডিটরিয়ামে আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দসহ ওয়ার্ড, থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মদিন মানে হাজার বছরে লালিত বাঙালির সৌভাগ্যের দিন। কারণ ১৯২০ সালের ১৭ মার্চ শেখ মুজিব জন্মগ্রহণ না করলে বাঙালি কখনো স্বাধীনতার স্বপ্ন পূরণ হত না। স্বাধীন বাংলাদেশের জন্ম হত না। তিনিই বাঙালির মনে স্বাধীনতার বীজ বপন করেন। তার নিরলস লড়াই- সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
তারা বলেন, শুধু তিনি একটি স্বাধীন দেশ সৃষ্টি করেননি। তিনি একটি স্বাধীন জাতিরাষ্ট্রের রূপরেখাও দিয়ে গেছেন। তার নির্দেশিত পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছেন।
এর আগে খতমে কোরান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এই উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা আজ বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মঈন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান , সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু সহ সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ বলে ভূখণ্ড থাকত না। লাল সবুজ পতাকার সৃষ্টি হত না। বাঙালি বলে কোনো স্বাধীন জাতির অস্তিত্ব থাকত না।
তারা বলেন, হাজার বছরের শাসিত বাঙালি জাতির জন্য তিনি আধুনিক পৃথিবীতে স্বাধীনতা এনে দিয়েছেন। যা এর আগে কোনো জাতীয়তাবাদী নেতার আকাঙ্ক্ষাও ছিল না। বাঙালিও তা স্বপ্নেও ভাবে নাই। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন সেটা বাস্তবে রূপ দিয়েছেন। এটা সারা পৃথিবীতে একটা বিষ্ময়কর ঘটনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আজ বিকালে নগরের ডিসি হিলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে মুজিববর্ষ, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক প্রফেসর শাহাদাত হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আনোয়ার চৌধুরী বাহার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী। বক্তারা বলেন, বাঙালি জাতির অস্তিত্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন বাংলা ও বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শও থাকবে। তার আদর্শ ও অস্তিত্ব কখনো ম্লান হবে না। বঙ্গবন্ধুর জন্ম শুধু বাঙালি জাতির জন্য নয় পৃথিবীর সকল শোষিত মানুষকে তিনি শোষণ ও বৈষম্য মুক্তির বার্তা দিয়ে গেছেন।