চট্টগ্রাম, ৩১ মার্চ,২০২২:
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং এস.এস ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় এস.এস ট্রেডিং ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে বাংলাদেশ আনসার ২৮-২৮ গোলে বর্ডারগার্ড বাংলাদেশ এর সাথে ড্র করে। পরর্তীতে খেলার অতিরিক্ত সময়ে ৩৩-৩৩ গোলেও ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাংলাদেশ আনসার ৫-৪ গোলে বর্ডারগার্ড বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় বর্ডারগার্ড বাংলাদেশ। সকালে ৩য় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ৪৮-২৪ গোলে চাপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ফেডারেশনের সহ. সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এস.এম খালেকুজ্জামান স্বপন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস-এর সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, সিডিএফএ-এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস-এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সাবেক নির্বাহী সদস্য এ.বি.এম খালেদুজ্জামান দাদুল, নির্বাহী সদস্য জহির আহমেদ চৌধুরী, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সমন্বয়কারী কল্লোল দাশ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, ফারুক জামান, আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মো: এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, আঞ্জুমান আরা বেগম, সৈয়দ নূর নবী লিটন, এড. শাহবাজ মুনতাসির চৌধুরী, আলী হাসান রাজু, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, আবু জাহেদ, জাহেদ হোসেন, সিজেকেএস হ্যান্ডবল কমিটির কর্মকর্তাবৃন্দ, সাংগঠনিক কমিটি, বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post