চট্টগ্রাম, ৩১ মার্চ,২০২২: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস অনুপ বিশ্বাস সেপাক টাকরো লীগ-২০২২ আজ ৩১ মার্চ সিজেকেএস জিমনেশিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের উদ্বোধন করেন। সিজেকেএস সেপাক টাকরো কমিটির চেয়ারম্যান নোমন আল মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান খালেদুজ্জামান দাদুল, লুৎফুল করিম সোহেল, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মিসেস রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর আক্তরুজ্জামান, নূর নবী লিটন, আঞ্জুমানারা বেগম, মো. জায়েদ হোসেন, প্রবীণ কুমার ঘোষ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জি. জসিম উদ্দীন। সিজেকেএস সেপাক টাকরো কমিটির সদস্য মাসুদুর ইসলাম, হুমায়ুন উদ্দীন চৌধুরী প্রমুখ।
খেলার ফলাফল: মুক্ত বিহঙ্গ ২-০ সেটে ইয়ং স্টার ব্লুজকে, চট্টগ্রাম আবাহনী লি: ২-০ সেটে অছি ক্লাবকে, বাকলিয়া একাদশ জুনিয়র ২-০ সেটে শতাব্দী গোষ্টিকে, পিডিভি রিক্রেয়েশন ক্লাব গ্রীণ ২-১ সেটে বার্ডস স্পোর্টিং ক্লাবকে, উল্লাস ক্লাব ২-০ সেটে ইয়ং স্টার ব্লুজকে, হালিশহর লাকি ক্লাব ২-১ সেটে অছি ক্লাবকে, মুক্ত বিহঙ্গ ২-০ সেটে বাকলিয়া একাদশ জুনিয়রকে, চট্টগ্রাম আবাহনী লি. ২-০ সেটে বার্ডস স্পোর্টিং ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ২-০ শতাব্দী গোষ্টিকে, আছি ক্লাব ২-০ সেটে পিডিবি রিক্রেয়েশন ক্লাব গ্রীণকে, মুক্ত বিহঙ্গ ২-০ সেটে শতাব্দী গোষ্ঠিকে, হালিশহর লাকি ক্লাব ২-০ সেটে বার্ডস স্পোর্টিং ক্লাবকে, উল্লাস ক্লাব ২-০ সেটে বাকলিয়া একাদশ জুনিয়রকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ২-০ সেটে অছি ক্লাবকে, হালিশহর লাকি ক্লাব ২-০ সেটে পিডিবি রিক্রেয়েশন ক্লাব গ্রিনকে, উল্লাস ক্লাব ২-০ সেটে শতাব্দী গোষ্ঠিকে, বাকলিয়া একাদশ জুনিয়র ২-১ সেটে ইয়ং স্টার ব্লুজকে, মুক্ত বিহঙ্গ ২-০ সেটে উল্লাস ক্লাবকে হারায়। সূত্র: সিজেকেএস
Discussion about this post