চট্টগ্রাম, ০৩ জানুয়ারি, ২০২৫:
মমতা পরিবারের কর্মকর্তা-কর্মীবৃন্দের অংশগ্রহণে মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার নগরীর হালিশহরের একটি স্পোর্টস জোনে অনুষ্ঠিত হয়। মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক ও মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ সহ অন্যরা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মমতা অডিট টিম ও প্রজেক্ট টিম। টুর্নামেন্ট ২রা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত চলবে। ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও মমতার পরিচালক তৌহিদ আহমেদ বলেন, মমতা পরিবারে কর্মকর্তা-কর্মীবৃন্দের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা, পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর প্রেক্ষাপটে প্রথমবারের মতো মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। মমতা নতুন ও উদ্ভাবনী কার্যক্রমে সবসময় উৎসাহ প্রদান করে থাকে, তারই ধারাবাহিকতায় কর্মীদের পারষ্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও কর্ম-উদ্দীপনা বৃদ্ধিতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আশা করি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
Discussion about this post