চট্টগ্রাম, ০৩ জানুয়ারি, ২০২৫:
‘কে নিবি ফুল কে নিবি ফুল, /টগর যূথী বেলা মালতী চাঁপা গোলাপ বকুল,/ নার্গিস ইরানী গুল’ – এমনি হাজার ফুল, দেশি বিদেশি ফুলও। ফুলের এমন মেলা বসেছে চট্টগ্রামের ভাটিয়ারি ডিসি পার্কে।
চট্টগ্রামে ফৌজদারহাট ডিসি পার্কে কাল শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। ফুলের উৎসব হলেও ডিসি পার্কে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, মেলা সহ নানা আয়োজন।
চট্টগ্রাম নগর থেকে প্রায় বিশ কিমি. দূরে বঙ্গোপসাগর তীরে ভাটিয়ারি ডিসি পার্ক। মহাসড়কের পাশেই এক নয়নাভিরাম ভ্রমণ স্পট। এই স্পটটিকে সাজিয়ে তুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত ২ বছর থেকে শুরু এই পার্কটির। তারই ধারাবাহিকতায় এবারের মাসব্যাপী ফুলউৎসব। ১৯৪ একর জায়গা জুড়ে ফুল-প্রকৃতির উৎসব। ফুল উৎসবের অংশ হয়ে থাকবে আরো নানা আয়োজন।
শুধু ফুল উৎসবই নয় পার্কে ভ্রমণকারীদের সমাগম থাকে পুরো বছর। অজস্র ফুল যেন হাসি ছড়িয়ে পর্যটককে হাতছানি দেয়। আর সাগরমেখলা প্রকৃতির সম্মোহন চারপাশে দেখা মেলে চোখ ফেরালেই।
ঘুরতে আসা পর্যটকরা জানান,
চট্টগ্রামের যে প্রকৃতি ও পরিবেশ তার সাথে অপূর্ব এক মেলবন্ধন ডিসি পার্কের ফুলের বাগান। তাই পাহাড় প্রকৃতি দেখে অজস্র ফুলের ঘ্রান পেলে ভ্রমণকারীদের উদাস মন হয়ে উঠে শান্ত সমাহিত।
জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, ফুল উৎসবে থাকবে বিনোদনের আরো নানা অনুসঙ্গ। কিডস জোন, পিঠা উৎসব, গ্রামীণ মেলা। সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুল ও ফুলের গাছ কেনার সুবিধা। পার্কের লেকে ভ্রমণ।
পার্কে এখন থেকেই দর্শনার্থিদের উপচে পড়া ভিড়। মাত্র জনপ্রতি ৫০ টাকার টিকেটের বিনিময়ে। যেখানে সপরিবারে ঘুরেবেড়ানোর সুযোগ বৃহৎ পরিসরে।
তবে ডিসি পার্ককে আরো আকর্ষণীয় করার দাবি ভ্রমণকারীদের।
কাল শনিবার সকালে এই ফুল উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব । জেলা প্রশাসক, সেই সাথে ফুল উৎসব উপভোগের আমন্ত্রন জানান সবাইকে।
তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল আছে পার্কে। দেশিবিদেশি ফুল। শিমুল জবা হিজল ম্যাগনোলিয়া ক্যামেলিয়া।
ফুল উৎসবে বিশেষ আকর্ষণ গ্রামীণ মেলা, ফুল উৎসব, পিঠা উৎসব, তারুণ্যের সমাবেশ। মাসব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকাল সিঙ্গাররা গান করবেন। এতে সুস্থ বিনোদনের জায়গা হিসাবে গড়ে উঠবে এই জায়গা। তিনি বলেন,প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। চার ফেব্রুয়ারি শেষ হবে। নগর বাউল আসবে কনসার্টে। দর্শনার্থীর জন্য থাকবে পর্যটক বাস। শাটল বাস। যা টাইগার পাস থেকে পতেঙ্গা হয়ে ডিসি পার্কে যাবে।
তিনি বলেন, পার্ক গড়ায় ত্রিশ জনের কর্মসংস্থান হয়েছে। ১০০০ থেকে ১৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বর্তমানে আউটসোসিংয়ে ত্রিশজন স্টাফ কর্মরত আছে যাদের বেতন ১৪ হাজার টাকা করে।
শেষ অবধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই গানের আকুলতা যেন ফুল উৎসবে- কে নিবি ফুল, কে নিবি ফুল? ওগো, ফুটেছে এত ফুল……
Discussion about this post