চট্টগ্রাম,১০ ডিসেম্বর, ২০২৪:
বিপিএল -এ শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। যা ছিল এক অর্থে অভাবনীয়। অভাবনীয় হলেও রংপুর রাইডার্সের অধিনায়ক শেষ ওভারে ২৬ রানের জায়গায় নিলেন ৩০ রান। নুরুল হাসানের এমন দানবীয় ব্যাটিংয়ে রংপুর জিতলেও এই জয়ের চেয়ে বড় বিস্ময় সৃষ্টি করেছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন অভানীয় দৃশ্যের অবতারণা করেন নুরুল হাসান। আর তাতে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের বিপক্ষে তিন উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে। নুরুল হাসানের বিপরীতে বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ফরচুন
বরিশাল ৫ উইকেটে ১৯৭ রান করে। ১৮তম ওভারে রংপুর অধিনায়ক নুরুল হাসান ক্রিজে আসার পর তার তিনজন সতীর্থকে আউট হতে দেখেন। শেষ ওভারের প্রথম বলে ফুল টস পেয়ে লং-অনে ছক্কা হাঁকান।
এরপর আরও তিনটি চার ও দুটি ছক্কা মেরে একটি অসম্ভব জয় এনে দেন।
শেষ ওভারে ৩০ রান করার এই রেকর্ডটি টুয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ।
এর আগে ২০১৫ সালে টি-টোয়েন্টিতে ব্লাস্টে সমারসেটের বিরুদ্ধে নয় বলের ওভারে কেন্টের ৩৪ রান ও আইপিলে ২০২৩ সালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩১ করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।
মজার বিষয় হল, নুরুলের শেষ ওভার খেলার সময় বরিশাল ফরচুনের অধিনায়ক তামিম ইকবাল মাঠে ছিলেন না। তবে তিনি নুরুল হাসানের এমন দানবীয় ব্যাটিংকে ‘অবিশ্বাস্য’ বলেছেন।
বরিশাল অধিনায়ক বলেন, ‘একদম ব্রিলিয়ান্ট খেলা। সে যেভাবে ব্যাটিং করেছে তা অবিশ্বাস্য। বোলার যেই হোক না কেন, শেষ ওভার থেকে ২৬ রান করা সহজ নয়।’
নুরুল বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে দলের জন্য অবদান রাখতে পেরেছি।’