চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৫:
‘এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই ‘ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ ডিসেম্বর সকালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনওর সভাপতিত্বে আলোচনা বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামির শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপি নেতা নওয়াব মিয়া, জসিম উদ্দিন আব্দুল্লাহ, সাবেক কাউন্সিলর নেচার আহমদ চৌধুরী ও তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি জুলাই বিপ্লবে সংগঠিত বিভিন্ন ঘটনা নিয়ে চিত্র প্রদর্শনী ও পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে শহীদ মুগ্ধ কর্ণার স্থাপন করা হয়। ১৪ জানুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও পুকুরে অনুষ্ঠিত হয় কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা। পাশাপাশি পরিষদ প্রাঙ্গণে চলমান রয়েছে উদ্যোক্তা ও বিজ্ঞান মেলা। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিঠা উৎসব ও বৃক্ষ মেলা।
উৎসব উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব সবুজ কুমার দে বলেন, তারুণ্যের উৎসব উদযাপন কমিটির উদ্যোগে ইতোমধ্যে উপজেলা পরিষদ গেইটে কাউন্টডাউন মেশিন দিয়ে ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই বিপ্লব সম্পর্কে সভা সেমিনার, উপস্থিত বক্তব্য, চিত্রাংকণ প্রতিযোগিতা, দৃশ্যমানস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি অঙ্কন, পিঠা উৎসব, যুব নারী ও পুরুষকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসা ব্যয় ও আর্থিক সহায়তা দেওয়া, দেশীয় খেলা, রক্তদান কর্মসূচি, ম্যারাথন দৌড়, রক্ত ও জরায়ুর ক্যান্সার নির্ণয় এবং আইসিটি বিষয়ক বিভিন্ন সেমিনারসহ নানা কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের আওতাধীন দপ্তরগুলো উৎসব সফল করতে নিজস্ব কর্মসূচি গ্রহণ করবে।
ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, এ উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের দেশের সকল কার্যক্রমে সম্পৃক্ত করা। প্রধান উপদেষ্টার পরিকল্পনায় সারাদেশের ন্যায় সাতকানিয়ায়ও এ উৎসব উদযাপিত হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যে অসাধ্য সাধন করতে পারে সেটা বাংলাদেশ সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই প্রত্যক্ষ করেছে। দারুণ সাহসী আর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে উপেক্ষা করার আর সুযোগ নেই। তাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আধুনিক বিশ্বের আইকন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্ম দুর্নীতি, বৈষম্য এবং দমন-পীড়ন নীতির বিরোধিতা করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে।
Discussion about this post