চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৫:
শিল্প ও প্রযুক্তির উন্নয়নে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টায় এক্সিবিশন সেন্টারে তিন দিনের ষষ্ঠ আইটি ফেয়ারের উদ্বোধন করা হবে। আজ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিলনায়তনে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা এসব তথ্য জানান। তিনি বলেন,
প্রধান অতিথি হিসেবে আইটি ফেয়ার উদ্বোধন করবেন ডাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী । বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক ফরিদা খানম। ১৮-২০ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে।মেলায় দেশী-বিদেশী ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৬০টির মত স্টল নিয়ে অংশগ্রহণ করবে।ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের প্রবেশ ফ্রি। তারা অনলাইনেও মেলায় অংশ নিতে পারবেন। ১৯ জানুয়ারি বিকালে ইস্যুভিত্তিক আলোচনা অনুষ্ঠান থাকবে দর্শনার্থীদের সাথে।
এতে আইটি ফেয়ারের যৌথ আয়োজক সোসাইটি অফ চট্টগ্রাম আইটি প্রফেশনালের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মহিন উপস্থিত ছিলেন।