চট্টগ্রাম,১৭ জানুয়ারি, ২০২৫:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবার বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া নিবাসী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
মোজাম্মেল ছাড়াও পুরুষ কারা পরিদর্শক ১০ জন ও মহিলা কারা পরিদর্শক ২ জনসহ মোট ১২ জনকে এ নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি বিকেলে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নতুন কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়া বেসরকারি কারা পরিদর্শকরা হলেন- সাতকানিয়া উপজেলার মোজাম্মেল হক, আনোয়ারার জুবাইরুল আলম মানিক, মিরসরাইয়ের মোহাম্মদ আমিনুল ইসলাম তৌহিদ, চন্দনাইশের মোহাম্মদ নাছির উদ্দীন, বাঁশখালীর উজ্জ্বল বরণ বিশ্বাস, কোতোয়ালির সৈয়দ আবুল বশর, চান্দনগাঁওয়ের প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন, হাটহাজারীর মোহাম্মদ আতাউল্লাহ, কোতোয়ালির মোহাম্মদ আবদুর রাজ্জাক, চকবাজারের জাফর আহম্মদ, হালিশহরের সুলতানা বেগম এবং সদরঘাটের কামরুন্নাহার লিজা। ছবি: মোজাম্মেল হক।
জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক পদ আছে ১২টি। ‘অলাভজনক’ এবং অবৈতনিক এই পদের ব্যক্তিরা কারাগারের ভেতর বন্দী কিংবা হাজতিদের জন্য ভালো পরিবেশ তৈরি, মানসম্মত খাবার নিশ্চিত করা, মাদক সমস্যার সমাধান, অসুস্থ বন্দীদের ভালো চিকিৎসা নিশ্চিত করা এবং শাস্তির অপপ্রয়োগ কিংবা মানবাধিকার হরণ রোধসহ বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব পান।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আগের পরিদর্শকরা গা ঢাকা দেওয়ার কারণে শূন্য পদে নতুন নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। পদ পেতে কয়েকশ আবেদন জমা পড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার অফিসে। অবশেষে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়।