চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৫:
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গৌরবময় প্রতিরোধ ও তারুণ্যের এক বছরের পথচলা স্মরণে এবং চব্বিশের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পর্দা উঠলো “জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর।
সিভাসুর এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে রয়েছেন ১৩ জন করে খেলোয়াড়, অর্থাৎ মোট ১০৪ জন শিক্ষার্থী মাঠ কাঁপাতে প্রস্তুত। জমজমাট এ ক্রিকেট উৎসবের চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ আগস্ট, সিভাসু ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে।
১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আহসানুল হক রোকন, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মো. রাশেদুল আলম, পিআরটিসির পরিচালক প্রফেসর ড. একে এম হুমায়ুন কবির, হল প্রভোস্ট ড. শামসুল মোর্শেদ এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মুজিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সততা, সাহসিকতা এবং গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগান।
পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মো. রাশেদুল আলম তার বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং সুন্দর বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
‘জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুধু একটি খেলার আসর নয়, বরং এটি তরুণদের মনন, মনোবল ও ২৪ এর বিপ্লবী চেতনায় উজ্জীবিত রাখার একটি প্রতীকী প্রয়াস। বিজ্ঞপ্তি