চট্টগ্রাম, ০২ আগস্ট, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো.শহিদুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২আগস্ট) ভারতের সময় সকাল ১১টার দিকে ভারতের কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হঠাৎ করে বিগত দুই মাস আগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হন। প্রায় দশ দিন আগে তিনি ভারতে গিয়ে চিকিৎসা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত একই স্কুলে দীর্ঘ ২২ বছর ধরে সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এনু মিয়ার ছেলে। স্ত্রী, এইচএসসি প্রথম বর্ষ পড়ুয়া সন্তান নাবিল ও অষ্টম শ্রেণি পড়ুয়া নোবেলকে রেখে গেছেন। শহিদুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, ভিসার সার্বিক প্রক্রিয়া শেষ করে তার (শহিদুল ইসলাম) লাশ দেশে আনা হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. ইব্রাহিম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।