চট্টগ্রাম,২২ জুলাই, ২০২৫:
মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের ১৬তম ব্যাচের (নিজস্ব ক্যাম্পাসের ১ম ব্যাচ) প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ ২২ জুলাই চট্টগ্রাম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে ২০৭জন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে জাহাজে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সাথে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুণগতমান বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে বলে উল্লেখ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কমোডর মোঃ শফিউল বারী। আরো বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলি মোহাম্মদ শহিদ উল্লাহ।
এ অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রেটিংদের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল অর্জন করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অল রাউন্ড রেটিং মোঃ আল আমিন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের অল রাউন্ড রেটিং মোঃ রিয়াজুল করিম ও মেসার্স হক এন্ড সন্স লিঃ এর সৌজন্যে সিলভার মেডেল অর্জন করে মোঃ সোহানুর রহমান সোহাগ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের সিলভার মেডেল অর্জন করেন মোঃ কামরান হোসেন। বিজ্ঞপ্তি