চট্টগ্রাম, ১৭ জুলাই, ২০২৫:
“সাপ সম্পর্কে জানুন, সাপকে ভয় না পেয়ে সহাবস্থান করুন” প্রতিপাদ্যের আলোকে বিশ্ব সর্প দিবস ২০২৫ উপলক্ষে ১৬ জুলাই চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের অধীন বরগুনী বিটে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বিট কর্মকর্তা মো. রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন- সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এফজি মো. মঈন উদ্দীন, পিএম মো. রফিকুল ইসলাম, পূর্ব নাসির মোহাম্মদপাড়া ফরেস্ট কনজারভেশন ভিলেজের সভাপতি দিদারুল আলম, সদস্য আবদুল হাকিম, সদস্য মোহাম্মদ খোরশেদ, মো. মহিউদ্দিনসহ সাসটেইনেবল ফরেস্ট এন্ড লাইভলিহুড- প্রকল্পের ফরেস্ট কনজারভেশন ভিলেজের সদস্যরা।
বক্তারা সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করে, সাপ ও মানুষের মধ্যে সহাবস্থান করার উপর গুরুত্ব আরোপ করেন।
কাউকে সাপে কাটলে রোগীকে ওঝা, কবিরাজ বা বেদে সম্প্রদায়ের কাছে গিয়ে জীবন ও সময় নষ্ট না করে দ্রুত জেলা বা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি