চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৫:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসাবে আজ রাত আট টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে এক সভার আয়োজন করেছে এনসিপি। এতে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে ঢাকার পরে ছিল চট্টগ্রাম। চট্টগ্রাম ফ্যাসিস্টদের তাড়িয়েছে। নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে চট্টগ্রাম প্রতিরোধ করবে।”
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছিল, সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাঁশখালীতে আমাদের সহযোদ্ধা, আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম- “বাধা দিলে বাধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে।” আমরা আজো বলতে চাই – বাধা দিলে জাতীয় নাগরিক পার্টির তারুণ্যের শক্তি চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না।
আরো বক্তব্য রাখেন- সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও এনসিপি চট্টগ্রামের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন-এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জোবায়েরুল হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ।
এনসিপি নেতৃবৃন্দ পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তোলা ও চট্টগ্রামকে সমৃদ্ধ নগরীর রূপ দিতে নতুনভাবে সাজানো হবে বলে জানান। তারা বলেন, নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম চাই। চট্টগ্রামকে সেভাবে গড়ে তোলা হবে।
এর আগে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে আজ সন্ধ্যায় চট্টগ্রামে আসলে নগরের বহদ্দার হাটে তাদের মিছিল-শ্লোগানে স্বাগত জানান চট্টগ্রামের নেতাকর্মিরা। বহদ্দার হাট থেকে দুই নম্বর গেট পর্যন্ত কয়েকটি জায়গায় নেতৃবৃন্দ পথ সভায় বক্তব্য রাখেন।