চট্টগ্রাম,২১ জুলাই, ২০২৫:
রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার আহতদের হৃদয়বিদারক দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে জানায় আইএসপিআর।
তবে উদ্ধার করা দগ্ধ আহতদের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে আহত স্কুলছাত্র থেকে শুরু করে অনেকেই। যাদের বেশিরভাগই প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রী। এসব আহত-দগ্ধ রোগীদের উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ মাইলস্টোন স্কুলের আশেপাশে হাসপাতালগুলোতে তাদের ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টিম। একইসাথে উদ্ধারে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
আজ ২১ জুলাই, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের সময় বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবরে এখন পর্যন্ত অন্তত দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
ফেসবুকে দগ্ধ রোগীদের হাসপাতালে গিয়ে রক্ত দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে বিভিন্ন আইডি ও সামাজিক মাধ্যমের পেইজ থেকে। সেনাবাহিনীর সদস্যরাও আহত ও দগ্ধ রোগীদের রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে আশেপাশে থাকা মানুষদের।