চট্টগ্রাম, ২০ এপ্রিল, ২০২২:
পুলিশের সহযোগিতায় ও “আমার গাড়ি নিরাপদ’’ অ্যাপস’র মাধ্যমে সিএনজি অটো রিকশায় ফেলে যাওয়া একটি ব্যাগ ফেরত পেয়েছেন অটো রিকশার এক যাত্রী। আজ ২০ এপ্রিল, বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের সহায়তায় ব্যাগটি ফিরে পান ওই যাত্রী।
সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গুরুত্বপূর্ণ মূল্যবান ডকুমেন্টসহ সিএনজি অটোরিক্সায় একটি ব্যাগ ফেলেন যান যাত্রী বিপুল সূত্রধর।
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলার জনৈক বিপুল সূত্রধর চট্টগ্রাম শহরে এসে বালুচরা নামক স্থানে ঘুরতে যান। ১৯ এপ্রিল, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি বালুচরা থেকে সিএনজি অটোরিক্সাযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে তার হাতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান ডকুমেন্টসহ ব্যাগটি ভুলবশত সিএনজিতে ফেলে যান। বিপুল সূত্রধর তাৎক্ষণিক নিউমার্কেট মোড়ে এসে সিএনজির নাম্বারসহ এ বিষয়টি কর্তব্যরত সার্জেন্ট আব্দুর রহমানকে জানিয়ে ট্রেনযোগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করেন। এর পর সার্জেন্ট ও “আমার গাড়ি নিরাপদ” অ্যাপসের স্টিকার ও আইডিকার্ড বিতরণে নিয়োজিত কনস্টেবল শাহীনের (কং/৫২৫৪) মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিনকে বিষয়টি অবহিত করা হয়। ডিসি-ট্রাফিকের পরামর্শ ও সহযোগিতায় “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে একইদিন দুপুর দেড়টায় সার্জেন্ট ও কনস্টেবল মিলে সিএনজি যাত্রীর মূল্যবান মালামালসহ হারানো ব্যাগটি উদ্ধার করে বিপুল সূত্রধরকে জানিয়ে দেয়া হয়। বুধবার দুপুর সোয়া ২টার দিকে সিএনজি অটোরিক্সার যাত্রীর পক্ষে তার এক নিকট আত্মীয় এসে নিউমার্কেট পুলিশ বক্স থেকে ব্যাগটি গ্রহণ করেন।
এ ঘটনায় সেবা গ্রহীতা জনৈক বিপুল সূত্রধর ফোনে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ)এন.এম নাসিরুদ্দিনসহ সকল ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানায় সিএমপি পুলিশ।
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, কোনো যাত্রী সিএনজি অটো রিকশায় কোনো কিছু ভুলবশত ফেলে গেলে যাত্রীর যদি সিএনজি অটো রিকশার নাম্বার জানা থাকে তাহলে “আমার গাড়ি নিরাপদ’’ অ্যাপস ব্যবহার করে হারানো সবকিছু উদ্ধার করা সম্ভব। এজন্য যাত্রীদের সিএনজি অটো রিকশা ব্যবহারে সচেতন হতে হবে। গাড়ির নাম্বারটি জানা থাকতে হবে। তাহলে পুলিশের সহযোগিতা পাওয়া সহজ হবে।
Discussion about this post