চট্টগ্রাম, ১৪ মে, ২০২২:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। কিছুদিন আগে তারা এমনভাবে বলা শুরু করেছিল বেগম খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তার জীবন সঙ্কটাপন্ন হয়ে উঠবে দাবি করে। কিন্তু এর পর পরই খালেদা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি যান। খালেদার প্রতি সহানুভূতি দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনিক ক্ষমতাবলে যেভাবে তাকে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন এজন্য বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত।
আজ বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ- নারীর ক্ষমতায়ন’ বিষয়ে আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাদের আগামি নির্বাচনে যেতে হবে। আর যদি তারা অস্তিত্ব বিলীন করতে চায় তাহলে নির্বাচন বর্জন করতে পারে। এর আগের নির্বাচনেও বিএনপি নির্বাচনে যাবে না বলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে গেছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাদের আগামি নির্বাচনে আসতেই হবে।
পরে বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ- নারীর ক্ষমতায়ন’ বিষয়ে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় তিন বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে উদাহরণ। নারীর ক্ষমতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে পুরস্কার পেয়েছেন। এজন্য জাতিসংঘের তরফে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এখন ডিসি, এসপি, ডিআইজি, আর্মিতে উচ্চপদে মহিলারা আছেন। সরকারে, অ্যাপলেট ডিভিশনে মহিলাদের পদায়ন করা হয়েছে। এগুলো আগে কেউ ভাবেনি।
বাসসের ম্যানেজিং এডিটর মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী ফজলুল্লাহ, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জিএম মাহফুজা আক্তার, জেলা আওয়ামী লীগের নেতা স্বজন কুমার তালুকদার, বাসস- চট্টগ্রামের ব্যুরো প্রধান কলিম সরওয়ার সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেত্রীগণ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে দশ উদ্যোগের অন্তর্ভুক্ত নারীর ক্ষমতায়ন বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করা হয়।
Discussion about this post