চট্টগ্রাম, ২২ মে, ২০২২:
খুলনায় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেমমবি) দুই জঙ্গীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার নূর মোহাম্মদ অনিক এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মোজাহিদুল ইসলাম রাফি।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এব্রাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ জানান, আসামিরা আদালতে কয়েকটি জায়গায় বোমা হামলার কথা স্বীকার করেছে। বিচারক রায়ে তাদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন। মামলায় আদালতে ১২ জনের সাক্ষি সাক্ষ্য দেন। এই দুই জনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
২০২০ সালের ২৫ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেমমবির কয়েকজন সদস্য নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামক বাড়ির তিন তলা ভবনের নিচ তলায় উত্তর পাশের কক্ষে অবস্থান নিয়ে সন্ত্রাসী কর্মকা- করার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে সোনাডাঙ্গা থানার পুলিশ তাদের দু’জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। কারণ আটক দুই জনের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছিল যার ভিত্তিতে অভিযোগ পত্র দাখিল করেছিল পুলিশ।