চট্টগ্রাম, ২১ জুন, ২০২২:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে ৫টি ওয়ান শুটারগান সহ এক পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম রিয়াদ(২৪)। গত ১৯ জুন দুপুরে র্যাব-৭, লোহাগাড়ায় অভিযান চালিয়ে উপজেলার পদুয়ার মো মোজাফফরের পুত্র অস্ত্র ব্যবসায়ী মোঃ রিয়াদকে(২৪) তাদের পদুয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নুরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লোহাগাড়ায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে- এমন গোপন খবর পেয়ে পদুয়া এলাকার অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদের বসত ঘরে অভিযান চালায়। অভিযানে তার টিনশেড বাড়ির মাটির নিচে প্লাস্টিকের বস্তা হতে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ব্যাব-৭ জানায়, রিয়াদ এসব অস্ত্র ৩ ধরনের কাজে ব্যবহার করত। প্রথমত মাদকদ্রব্য কেনা বেচার সময় ব্যাক আপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষে অস্ত্রসমূহ ভাড়া দিত বা অনেক সময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করত।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
Discussion about this post