চট্টগ্রাম,২৩ জুন,২০২২:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে হাতির দাঁত সহ দুই হাতির দাঁত বিক্রেতাকে আটক করেছে র্যাব। তারা হল-লক্ষ্মীপুর জেলার রামগতির- চর হাসানহোসেনের মৃত-তফছির আহম্মদের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৪৫ )ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ পদুয়ার মোঃ মোস্তফার পুত্র মোঃ শহিদুল আলম (৪০)।
গত একুশ জুন চান্দগাঁও থানার রেল ক্রসিংয়ের টেক বাজারের একটি চারতলা ভবন থেকে তাদের গোপন সংবাদ পেয়ে আটক করে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত ৩.৪ কেজি ওজনের হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।
র্যাব জানায়, জাহাঙ্গীর ও শহীদুল বন্য হাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য ও তারা দীর্ঘদিন যাবত বন্য হাতির দাঁত অনুমতি ব্যতিত ক্রয়-বিক্রয় করে আসছে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
আটকের পর হাতির দাত সহ তাদের দুই জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।