চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২২:
বান্দরবান জেলার লামা থানার একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণকারী লামার বুড়ির ঝুম এলাকার রমিজ উদ্দিনের পুত্র মোঃ ফারুককে(২০) আজ বুধবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম ছাত্রী বান্দরবান জেলার লামা থানার একটি স্কুলের ১০ম শ্রেণীতে পড়ে। গত ৮ জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে ওই ছাত্রী স্থানীয় এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ার জন্য বাড়ি হতে বের হয়ে রাস্তার মাথায় পোঁছালে স্থানীয় বখাটে যুবক ফারুক তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে ধারালো ছুরি দ্বারা ভয় দেখিয়ে হাত ধরে জোরপূর্বক টেনে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। ভিকটিম তার প্রস্তাব প্রত্যাখান করায় আসামি ছুরি দিয়ে হত্যার হুমকি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিওচিত্র তার মোবাইলে ধারণ করে। আসামি ভিকটিমকে ধর্ষণের ভিডিওচিত্র দেখিয়ে হুমকি প্রদান করে সে যদি তার সাথে পুনরায় শারীরিক সর্ম্পক না করে তবে সে ধর্ষণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে।
এ ঘটনায় ভিকটিম ছাত্রীর মা বাদি হয়ে বান্দরবান পার্বত্য জেলার লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৭, আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে র্যাব জানতে পারে, আসামি ধর্ষক ফারুক চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানার আজাদ কলোনির দীঘিরপাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ ২০ জুলাই বিকাল ৩ টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামি ফারুক লামার ওই স্কুলছাত্রীকে ধর্ষণের কথা র্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লামা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
Discussion about this post