চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২২:
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় রাত আটটার পর বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের চন্দনাইশ, বোয়ালখালী ও সীতাকু- উপজেলায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের অর্থদ- দেওয়া হয়েছে।
এরমধ্যে চন্দনাইশ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ দিনে ২১ টি মামলায় ২১ জনকে ১০ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৯ আগস্ট রাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত ৮টার পর বিদ্যুৎ ব্যবহার করে দোকান খোলা রাখায় বিদ্যুৎ আইনে চন্দনাইশের সদরের ইলিয়াছ চৌধুরী, মো. ইউসুফ, মোজাম্মেল ইসলাম সোহেল, গাছবাড়িয়ার মো. রাসেল ইসলাম, মো. তৌহিদুল আলম, ফোরকন চৌধুরীর বিরুদ্ধে বিদ্যুৎ আইনে প্রত্যেককে ১ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে গত ৮ আগস্ট রাতে চন্দনাইশ সদরের কাশবনের পারভেজকে ১ হাজার, মো. ইউসুফকে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকাসহ অপর ১৩টি মামলায় ১৩ জন ব্যবসায়ীকে বিদ্যুৎ আইনে ২ হাজার ১শ টাকা জরিমানা করেন। এ অভিযান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও চন্দনাইশে তা কার্যকর করতে মাঠে নামে গত ৮ আগস্ট রাতে। একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডিতে একটি নোটিশ দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করলেও চন্দনাইশ সদর আশপাশের এলাকা ছাড়া প্রত্যন্ত অঞ্চলে এ আদেশ ব্যবসায়ীরা মানছেন বলে স্থানীয়দের অভিযোগ।
সীতাকু-ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে গত মঙ্গলবার রাত আটটার পর উপজেলার সীতাকু- পৌরসভা ও বড় দারোগারহাট এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।
অভিযানে মো. রায়হান- ২ হাজার, তৌহিদুল আলম ২ হাজার, ইয়াছিন আরাফাত-২ হাজার, মো. ইলিয়াছ ২ হাজার, এমদাদুল হক ১ হাজার, সেবা ফিলিং স্টেশন ৫ হাজার, মদিনা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকাসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার অর্থদ- প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে বের হই। এতে বিদ্যুৎ জ্বালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে সিএনজি ফিলিং স্টেশনসহ ৭প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট বসিয়ে ১৬ হাজার টাকা অর্থদ- করা হয়েছে।
গতকাল ৯ আগস্ট, মঙ্গলবার বোয়ালখালীতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১২ দোকানদারকে জরিমানা দিতে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। রাত ৮টার পর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
Discussion about this post