চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২২:
মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের ১৯ দিনের আন্দোলনের পর ৫০ টাকা দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আগের দৈনিক ১২০ টাকা থেকে বেড়ে হবে ১৭০ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে চা শ্রমিকরা আগামীকাল রবিবার থেকে সাপ্তাহিক বন্ধের মধ্যেও কাজে যোগদান করবে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।
মজুরির সাথে চা শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল, উৎসব ভাতা, বাড়তি পাতা তোলার বোনাসও অন্যান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ ২৭ আগস্ট গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চা বাগান মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আহমদ কায়কাউস সংবাদ মাধ্যমকে আরো জানান, মজুরি বাড়ানোর প্রেক্ষিতে আগামী কাল রবিবার থেকে চা শ্রমিকদের বাগানের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে ১৩ টি চা বাগানের মালিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শিগগিরই চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন বলে জানান।
৫০ টাকা বেতন বাড়ার সাথে শ্রমিকদের চিকিৎসা সুবিধা, চা–শ্রমিকদের পোষ্যদের শিক্ষা বাবদ ব্যয়, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন, গো চারণভূমি চৌকিদারি বাবদ ব্যয়,বাসাবাড়িতে উৎপাদন বাবদ আয়, রক্ষণাবেক্ষণ, বিনা মূল্যে বসতবাড়ি ও রক্ষণাবেক্ষণ বাবদ শ্রমিক কল্যাণ কর্মসূচি সবকিছু আনুপাতিক হারে বাড়বে। সব মিলিয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪৫০ থেকে৫০০ পর্যন্ত পড়বে বলে বলা হচ্ছে। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
Discussion about this post