চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২২:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির শ্রেষ্ঠ সন্তান এম এন এ আবু ছালেহ আমৃত্যু অসাম্প্রদায়িকতা লালন করেছেন। তিনি লোভ-লালসা এবং সমস্ত প্রলোভনের ঊর্ধ্বে থেকে রাজনীতিকে জনসেবা হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। তার মৃত্যুতে জাতি একজন অকূতোভয় সৈনিককে হারিয়েছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি গত (শুক্রবার) দুপুরে সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ইছামতীরকূল নিবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এন এ আবু ছালেহের কবর জেয়ারত শেষে এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলম, সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জোবায়ের, সাবেক ছাত্রনেতা মো. আইয়াজ, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। বক্তব্যের আগে বিপ্লব বড়ুয়া ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post