আফগানিস্তানে তালেবান সরকারে নারীদের স্থান দেয়ার দাবিতে আফগান নারীদের বিক্ষোভের ব্যাপারে তালেবানের এক মুখপাত্র বলেছেন, নারীদের কাজ শুধু সন্তান জন্ম দেয়া। নারীদের কখনোই তালেবান সরকারের মন্ত্রী সভায় স্থান দেয়া হবে না। নারীদের মন্ত্রী সভায় স্থান দেয়ার অর্থ হচ্ছে – এমন বোঝা নারীদের উপর তুলে দেওয়া যে বোঝা তারা কখনো বহন করতে পারবে না। মন্ত্রী হওয়ার বোঝা তাদের বহন করতে দেয়া উচিত নয়। গত বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র সায়েদ জেকরুল্লাহ হাশিমি টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। হাশিমি বলেন, তালেবান নারীদের কখনো সমাজের অর্ধেক মনে করে না। আর যে সব নারী কাবুলের রাস্তায় আন্দোলন করেছে তারা আফগান নারী নয়। তার মতে, আফগান নারী তারাই যারা সন্তান জন্ম দেয়, আর তাদের সন্তানকে ইসলামি শিক্ষা দেয়।
হাশিমির এসব বক্তব্যে- বদলে যাওয়া যে তালেবানের কথা বিশ্ববাসী শুনে আসছিল, তা সবাইকে নিরাশই শুধু করবে না। কবরং তালেবানের বর্বরতা সেই আগের মতই রয়ে গেছে। যে কারণে তারা আন্দোলনকারী নারীদের উপর হামলা, সাংবাদিক নির্যাতন, খেলাধূলায় নারীদের নিষিদ্ধ করা সহ নানা ঘটনায় প্রমাণ করে তারা তারা তাদের তালেবানি বর্বরতা ফের প্রদর্শন করবে গোটা বিশ্বের কাছে।
অন্যদিকে কাবুল দখলে নেয়ার পর বিভিন্ন সময়ে তারা সংবাদ মাধ্যমকে যে সব কথা বলেছে- তা ¯্রফে ধাপ্প্াবাজি বলে মনে করা হচ্ছে। যা মূলত ক্ষমতা আরোহণের জন্য সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।
Discussion about this post