চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২২:
বাংলাদেশ সেনাবাহিনীর তালিকায় যুক্ত হল প্রায় ১২ শতাধিক নতুন সৈন্য। যারা আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পেশাদার সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেছেন। এর আগে তাদের এক বছর ব্যাপী সৈনিকের মৌলিক প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী।
এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ ২০২২-এর চূড়ান্ত শপথগ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সকালে চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রিক্রুট ব্যাচ ২০২২ এর সকল নবীন সৈনিকদের সর্বদা তৎপর থাকার আহ্বান জানান। তিনি নতুন সৈনিকদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঐতিহ্য এবং অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইস্ট বেঙ্গলের নতুন সৈনিকগণ অন্যদের মত দৃঢ় প্রতিজ্ঞায় বলীয়ান থাকবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবীন সৈনিকরা প্রত্যেককে নিজ নিজ ধর্মের পবিত্র গ্রন্থে হাত রেখে রাষ্ট্রের সকল বিধিবদ্ধ কর্মে শৃঙ্খলা ও আনুগত্যের মাধ্যমে সম্পন্ন করার শপথ নেন।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৬টি কন্টিনজেন্টের মধ্যে সব বিষয়ে চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য রিক্রুট মোহাম্মদ হৃদয় মিয়া শ্রেষ্ঠ রিক্রুট হবার গৌরব অর্জন করে। কুচকাওয়াজ অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার কমান্ড্যান্ট, চট্টগ্রাম সেনা নিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ, উক্ত সেন্টারের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।