চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারবাড়ী উদয়ন সংঘ । লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ ১৩ অক্টোবর বিকাল ৫ টায় এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি: এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। আরো উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ এর সহ সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ এর কোষাধ্যক্ষ মো. শাহ জাহান, ফেরদৌস আরা, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো. ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১ এ চট্টগ্রাম জেলা দল রানার্স আপ হওয়ায় খেলোয়াড় ও কমকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।
আজকের খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো. আশরাফুল। অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post