চট্টগ্রাম,১৬ অক্টোবর, ২০২২:
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ প্রথমবারের মত আজ বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে দুইদিনের সফরে বেলা আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ বিমান থেকে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে লালগালিচা সংবর্ধনার পাশাপাশি ২১বার তোপধ্বনি দেওয়া হয় সুলতান হাসান বলকির সম্মানে। তারপর বাংলাদেশের তিন বাহিনীর চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অভ্যর্থনা অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
সুলতানের সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। তবে সমঝোতা স্মারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি নবায়ন।
এদিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সফররত ব্রুনাই’র সুলতান হাসান বলকিয়া ও তার সফর সঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। ভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতৃবৃন্দ।
Discussion about this post