চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২২:
আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা ২০২২ এর চট্টগ্রাম ভেন্যুর আজকের ১ম খেলায় চট্টগ্রাম বিভাগ ১-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় সুমন্ত চাকমা। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ও হকি কমিটির সদস্য আকতারুজ্জামান। দিনের ২য় খেলায় কক্সবাজার জেলা ৩-০ গোলে রাঙামাটি জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় সিফাত। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
খেলা শেষে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন কক্সবাজার জেলাকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ট্রফি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেম, সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, হকি কমিটির যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, নিজাম উদ্দিন নিজু, তরুণ কান্তি ভট্টাচার্য, এস এম ইকবাল মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, এম.এ মুছা বাবলু, কাজী মো. জসিম উদ্দিন, মোহাম্মদ আবু জাহেদ, হকি কমিটির সদস্য আল মামুনুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post