চট্টগ্রাম,১৭ অক্টোবর,২০২২:
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ(৬৭) আজ স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সপ্তাহখানেক আগে ক্যান্সারে আক্রান্ত মাসুম আজিজ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত, অনুরাগী রেখে যান।
বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! তিনি বলেছেন, অভিনয়ের মাধ্যমে তিনি আমাদের মধ্যে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান মন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক মহাজোটের সভাপতি গোলাম কুদ্দুছ সংবাদ মাধ্যমকে জানান, প্রয়াত মাসুম আজিজের মরদেহ আজকে স্কয়ার হাসপাতালে রাখা হবে। আগামীকাল তার মরদেহ বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তার দাফনের বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মাসুম আজিজ পাবনার সন্তান, তিনি ১৯৫৩ সালে ২২ অক্টোবর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন । চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পড়াকালীন সময়ে তিনি থিয়েটারে কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে কাজ করেন। তিনি হুমায়ূন আহমেদের একটি নাটকে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন নাটক পরিচালনাও করেছেন।‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে একুশে পদক পান এই গুণী শিল্পী মাসুম আজিজ। পৃথিবী থেকে বিদায় নিলেও হাজারো লাখো ভক্তের মাঝে আজীবন বেঁচে থাকবেন এই শিল্পী।
Discussion about this post