চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০২২:
ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দৃষ্টিহীনদের টি- ২০ বিশ্বকাপের ফাইনাল খেলায় বাংলাদেশ রানারস আপ হয়েছে। তবে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ একাদশের অলরাউন্ডার আবিদ।
আজ ১৭ ডিসেম্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ভারত ব্যাটিং করে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। তার মধ্যে ভারতের সুনীল রমেশ ৬৩ বলে ১৩৬ রান করে অপরাজিত এবং অধিনায়ক অজয় কুমার রেড্ডি ৫০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। এবং ভারতের এই বিশাল স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ৩ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে এবং ১২০ রানে হেওে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।
যে কারণে বাংলাদেশ অন্ধদের টি টুয়েন্টি বিশ্বকাপে রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে। সমাপনী অনুষ্ঠানে কর্ণাটকের গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনিই চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ ট্রপি তুলে দেন দুই দলের হাতে।