চট্টগ্রাম,৫ জানুয়ারি,২০২৩:
চার দিনের ‘দশম ঢাকা লিট ফেস্ট’ উদ্বোধন করা হয়েছে আজ ৫ জানুয়ারি। এ আয়োজন চলবে ৮ জানুয়ারি, রোববার পর্যন্ত।বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বেলা ১১টায় নোবেলজয়ী সাহিত্যিক তাঞ্জানিয়ার আবদুলরাজাক গুরনাহ, ভারতের সাহিত্যিক অমিতাভ ঘোষ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূ্রুল হুদা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লিট ফেস্টের উদ্বোধন করেন।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আয়োজকদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। তাদের সঙ্গে ছিলেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ ও আহসান আকবর।
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদাফ সায, আহসান আকবর ও কাজী আনিস আহমেদ।
এর আগে ৩২দেশের কবি ও শিল্পীরা কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলার আয়োজনে অংশগ্রহণ করেন। যোগ দেন এক বিংশতম আন্তর্জাতিক লেখক দিবসের অনুষ্ঠানও। কক্সবাজারে তাদের চতুর্থ দিনে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিকরা প্রথম অধিবেশনের আয়োজন করে রামুর উত্তর মিঠাছড়ি মন্দির প্রাঙ্গণে।
সেখানে লেখক ও কবিরা একশত ফুট দীর্ঘ বৌদ্ধ মূর্তি পরিদর্শন শেষে কবিতা পাঠে অংশ নেন। অধিবেশন দুইটিতে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ইন্দোনেশিয়া ও মালেশিয়া থেকে আগত কবিরা উপস্থিত ছিলেন।
বিদেশি লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পীদের মধ্যে ছিলেন এলেন রাইফার ও অরুণ পাঠক (ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া), মালেশিয়ার ডক্টর রাজা-রাজেশ্বরী শিথা রামন ও ভেন্যু, ভারতের মুহিবুর রহমান, ভারতের কলকাতা নন্দীগ্রামের আবু হুরাইরা, দলা বাজপেয়ি, সুদীপ্তা চ্যাটার্জি, তাজিমুর রহমান, মোস্তাক আহমদ, মৈনাক খান, বাংলাদেশের কবি আসলাম সানি, ফরিদ আহমদ দুলাল, ইউসুফ রেজা, সাইমন জাকারিয়া, কাজী আনিসুল হক, কবি আনার কলি, সুলতান মাহমুদ, কবি নুরুল হুদার পুত্র রিশাদ হুদা, প্রভাষক মোহাম্মদ আলী, কবি মনির ইউসুফ, জাহাঙ্গীর মোহাম্মদ, নারী নেত্রী তানিয়া সুলতানা হ্যাপি ও কণ্ঠশিল্পী রাজিয় মুন্নি প্রমুখ কবিগণ।
Discussion about this post