চট্টগ্রাম, ৫ জানুয়ারি, ২০২৩:
বৃহত্তর চট্টগ্রামে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যার বিপরীতে ভর্তিচ্ছু ছাত্র সংখ্যা হ্রাস পেয়েছে। কলেজগুলোর মোট আসন সংখ্যার বিপরীতে এবার ভর্তির আবেদন করেছে ১ লাখ ৩২ হাজার ১৯৫ শিক্ষার্থী। যদিও এবার এসএসসি উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫৮ জন। অন্যদিকে বৃহত্তর চট্টগ্রামের মোট ২৭৫ টি কলেজে মোট আসন সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৪৯টি। একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ মিলে সবগুলো ফৌণে দু’ লাখ ছাত্র ভর্তির সুযোগ রয়েছে।
যে কারণে আবেদনকারী সব ছাত্র ভর্তি হলেও এবার আসন খালি থাকবে ৪২ হাজার। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, সবগুলো কলেজের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি আসন মানবিকে অর্থাৎ ৭৪ হাজার ৬২০টি, ব্যবসায় শিক্ষায় ৬৩ হাজার ৭৫৫,বিজ্ঞানে আসন রয়েছে ৩৫ হাজার ৬২৪টি ও গার্হস্থ্য বিজ্ঞানে ৫০টি আসন রয়েছে।
এবার এসএসসিতে মোট উত্তীর্ন ১ লাখ ৩০ হাজার ৫৮ জনের মধ্যে বিজ্ঞানে রয়েছে ২৯ হাজার ৩৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ৫৪ হাজার ৬৭১ এবং মানবিকে ৪৫ হাজার ৯৫৩ জন।
তবে একাদশে ভর্তিতে আবেদন করেছে ১ লাখ ৩২ হাজার ১৯৫ জন। যা চলতি বছরে পাশের চেয়ে ২ হাজার ১শ ৩৭ জন বেশি। পাশ করা ছাত্রদের তুলনায় ভর্তির জন্য আবেদন সংখ্যা বেশি হলেও কলেজে ১ লাখ ৭৪ হাজার ৪৯টি। যে কারণে শূন্য থাকবে ৪২ হাজার আসন। ভর্তির শূন্য আসনের মধ্যে সবচেয়ে বেশি শূন্য আসন বিজ্ঞান বিভাগে- অন্তত ১৫ হাজার আসন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক সংবাদ মাধ্যমকে বলেন, বিজ্ঞানে ৩৫ হাজারের বেশি আসন থাকলেও এবার পাস করেছে ২৯ হাজারের কিছু বেশি।কলেজগুলোর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে এবার বড় জোর ২০ হাজারের মতো শিক্ষার্থী ভর্তি হতে পারে। এর ফলে বিজ্ঞানের অন্তত ১৫ হাজার আসন শূন্য থাকতে পারে। ছবি সংগ্রহ
Discussion about this post