চট্টগ্রাম, ৪ জানুয়ারি, ২০২৩
মিয়ানমারের সামরিক সরকার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার অধীনে ৭০১২ জন বন্দিকে মুক্তি দিচ্ছে বলে বুধবার মিয়ানমার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে। জান্তা প্রধান দেশের জনগণের সমর্থন আদায়ের উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই বছর আগে নোবেল বিজয়ী অং সাং সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং পশ্চিমা নেতাদের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল।মিয়ানমারের ৭৫ তম স্বাধীনতা দিবসে
সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি ভাষণে বলেছেন, “আমি কিছু আন্তর্জাতিক এবং আঞ্চলিক দেশ এবং সংস্থা এবং ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে ইতিবাচকভাবে সহযোগিতা করেছে… সমস্ত চাপ, সমালোচনা এবং আক্রমণের মধ্যেও,”। তিনি বলেন, “আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা সীমান্তে স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একসাথে কাজ করব,”।
ভাষণে জান্তাপ্রধান বলেন, ‘মিয়ানমারের সাধারণ জনগণকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বিগত বিভিন্ন বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় কিছু সংখ্যক কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ বছরের স্বাধীনতা দিবসে ৭ হাজার ১২ জন কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার’ -ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এমনটি বলা হয়েছে।
২০২১ সালের ১ফেব্রুয়ারি সেনাবাহিনী সু চির সরকারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে মিয়ানমারে ভয়াবহ নাগরিক বিক্ষোভ ও বিদ্রোহ চলছে। জান্তা সরকার সুচি এবং অন্যান্য কর্মকর্তাদের আটক করে এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের দমনে সহিংসতাপূর্ণভাবে প্রতিরোধে অংশ নেয়। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে বহু মিয়ানমার নাগরিক। সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
Discussion about this post