চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০২২:
পর পর দুই বার উপ-নির্বাচনে পড়া চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চন্দগাঁও) উপ-নির্বাচন আগামী ২৭ এপ্রিল বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের মৃত্যু হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে বিজয়ী হয়ে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। এর প্রায় ২ বছর পর গত ৫ ফেব্রুয়ারি তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি খালি হলে আজ ২২ ফেব্রুয়ারি সকালে নির্বাচন কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফশিল ঘোষণা করে। ২৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা ২৭ মার্চ মনোনয়ন দাখিলের শেষ সময়, ২৯ মার্চ বাছাই ও এরপর ৫ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করে দিয়েছেন। এরপর ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হবে। তবে ভোট গ্রহণের সময় থাকবে না সিসি ক্যামেরা।
মোসলেম উদ্দিনের মৃত্যুর পরই চট্টগ্রাম-৮ আসনটি শূন্য ঘোষণা করেছিল সংসদ সচিবালয়।
আসনটি খালি হওয়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন বলে আলোচনা চলছে।