চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি, ২০২৩:
ইংলিশরা আবারও প্রমাণ করেছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ ৩ ম্যাচ ওয়ানডে সিরেজের ২য় ম্যাচে টাইগাররা আবারো করুণভাবে হেরেছে। টস জিতে টাইগাররা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য ছিল ইংলিশদের কম রানে গুটিয়ে দেওয়ার। কিন্তু তাতেই যেন পরাজয় লেখা হয়ে যায় বাংলাদেশের। জেসন রয়ের দুর্দান্ত সেঞ্চুরি, জস বাটলারের হাফ সেঞ্চুরি, মঈন আলী ও সেম করণের মারকুটে ব্যাটিংয়ে টার্গেট গিয়ে দাঁড়ায় ৩২৬ রানে। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ জেসন রয় ১২৪ বলে ১৩২, জস বাটলার ৬৪ বলে ৭৬, মঈন আলী ৩৫ বলে ৪২ ও সেম করণ ১৯ বলে ৩৩ রান করে। অন্যদিকে ৩২৭ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নামলে প্রথম ওভারেই দুই উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাকিব আল হাসান ৬৯ বলে ৫৮ রান, তামিম ইকবাল ৬৫ বলে ৩৫ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ বলে ৩২ রান করেন। মাঠে ইংলিশরা যেমন ভালো ব্যাটিং করেছে তেমনি দারুণ বোলিংও করেছে। সেম করন ও আদীল রশীদ দুইজনই ৪ টি করে উইকেট পান, মঈন আলী পান ১ টি উইকেট ।
টাইগারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও তাইজুল আহমেদ ১ টি করে উইকেট পান। মোট কথা সব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ ১৩২ রানে হেরেছে ইংলিশদের কাছ থেকে। আর ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ইংলিশরা। বিশাল হারের পর হোয়াইট ওয়াশ হওয়ার ভয় ধরেনি এটা বলা ভুল হবে।