চট্টগ্রাম, ৯ মার্চ, ২০২৩:
আগামীকাল শুক্রবার সকালে সাতকানিয়ায় আসছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ির এম.এ মোতালেব কলেজে এইচ এস সি শিক্ষার্থীদের নবীন বরণ ও আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল প্রধান অতিথি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব প্রধান বক্তা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন- সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপি। অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন কলেজ অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী।