চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২৩:
আজ ২৫ এপ্রিল, মঙ্গলবার বিকালে চট্টগ্রামের লালদিঘির মাঠে আবদুল জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বৈশাখী মেলা চলবে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল পর্যন্ত।
বৈশ্বিক করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সাল দুই বছর বন্ধ ছিল মেলা ও বলি খেলা। গত ২০২২ সালেও না হওয়ার শঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল মেলা। এবার মেলার ১১৪ তম আসর বসবে। এই আসরের বলি খেলার ট্রফি ও জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী । ২৫ এপ্রিল মেলার উদ্বোধনও করবেন তিনি। মেলা ও বলি খেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা আয়োজক কমিটি।
বাঁশ ও বালি দিয়ে বলীদের জন্য আকর্ষণীয় মঞ্চ (রিং) সাজানো থেকে শুরু করে দর্শকরা যাতে সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করতে পারেন, তার জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে মাঠের ‘ছয় দফা মঞ্চ’ উন্মুক্ত থাকবে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসাবে চট্টলাবাসীর গর্বের জব্বারের বলী খেলার আয়োজন শুরু হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা, যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে প্রসিদ্ধি লাভ করে। প্রতি বাংলা বর্ষে বৈশাখের ১২ তারিখে লালদীঘি ময়দানে বলী খেলা হয়।
এবারের বলি খেলায় দূরদূরান্ত থেকে আগত বলীদের থাকা-খাওয়ার সুব্যবস্থাসহ আকর্ষণীয় প্রাইজমানির ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। ছবি: সংগ্রহ, পুরনো খেলার ছবি
Discussion about this post