সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে একটি পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত ও আটজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে নয়জন হলেন- হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও ওয়াহিদ আলী (৪০)। তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ জেলায় চারজনের পরিচয় জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দোহা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে কুতুবপুর এলাকায় নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানকে বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত ও ১০ জন আহত হয়।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
২০-২২ জন নির্মাণ শ্রমিক নিয়ে পিক-আপ ভ্যানটি তাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ৮টার দিকে আবার যান চলাচল শুরু হয়।